Search
Close this search box.
Search
Close this search box.

অক্টা-কোর প্রসেসর নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৪

অনলাইন প্রতিবেদক, ৮ মার্চ ২০১৩, সিউলঃ

১৪ মার্চ মুক্তি পেতে যাওয়া স্যামসাংয়ের নতুন স্মার্টফোন মডেল গ্যালাক্সি এস৪-এ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন প্রযুক্তি “অক্টা-কোর প্রসেসর”।লাক্সি তবে তবে গ্যালাক্সী এস৪ আগের মডেল এস৩-এর সাথে তেমন কোন পার্থক্য থাকছে না। গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব মোবাইল কনফারেন্সে নতুন এ স্মার্টফোনটির সাথে ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

chardike-ad

১৪ মার্চ নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে সেটটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। কোরিয়ার বাজারে এপ্রিলের প্রথম নাগাদ বিকিকিনি শুরু হতে পারে আশা করা হচ্ছে।

স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ্লিকেশন প্রসেসর “এক্সিনোস ৫ অক্টা-কোর” দিয়ে তৈরি স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে বাড়তি ও চমকপ্রদ একাধিক সুবিধা। তবে দামের ব্যাপারে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কিছু জানায় নি।