Search
Close this search box.
Search
Close this search box.

‘মিথ্যে ফলাফল’ ঘোষণা করবেন না জনপ্রিয় সংবাদ উপস্থাপক!

mujahid

সিটি নির্বাচনের রাত্রিকালিন লাইভ সম্প্রচারে নিজ চ্যানেলের প্রস্তাবে সাড়া দেননি একুশে টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপক মুজাহিদুল ইসলাম। এই নির্বাচনী ফলাফলকে মিথ্যে মনে করছেন তিনি। আর অগ্রহণযোগ্য নির্বাচনের প্রতিবাদেই আজকের দিনে কোনো ধরনের সংবাদ পাঠ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। স্ট্যাটাসে তিনি লেখেন-

chardike-ad

“চ্যানেল থেকে বলে রেখেছিল, নির্বাচনী ফলাফল রাত টা LIVE COVER করতে।
রাতভর LIVE.উত্তেজনাই ষোলোআনা।
২০০৯ থেকেই কয়েকটা রাতভর LIVE ই নিজে করছি একুশের পর্দায়।
এবার দুপুরে ঘুম থেকে জেগেই দেখি “ফলাফল” প্রকাশিত।
আমার চ্যানেল তো আর পারবেনা মিথ্যা ফলাফল বর্জন করতে।
কিন্তু ব্যাক্তি আমি তো চাইলেই পারি সেটা বর্জন করতে।
তাই সিদ্ধান্ত……… আজ কোন নিউজ ই পড়ব না আমি টিভি পর্দায়।
প্রতিবাদ টা এভাবেই নিজের জায়গা থেকে শুরু হোক।”

প্রিয়.কম