Search
Close this search box.
Search
Close this search box.

৬২৮ রানে থামল পাকিস্তান

cricketখুলনার আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৬২৮ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিনের প্রথম সেশনে বাকি ৫টি উইকেট হারিয়ে দলীয় স্কোরে ৯১ রান যোগ করে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে ২৯৬ রানে এগিয়ে রয়েছে মিসবাহ বাহিনী।

চতুর্থ দিনে বল হাতে ভেল্কি দেখান তাইজুল ইসলাম। পাকিস্তানের ৫টি উইকেটের এদিন ৩টি নেন তিনি। আগের দিন নিয়েছিলেন ৩টি। সব মিলিয়ে তিনি ৬ উইকেট নিয়েছেন।

chardike-ad

চতুর্থ দিনে দলীয় ৫৯৪ রানে মোহাম্মদ শহিদের বলে আউট হন সরফরাজ আহমেদ (৮২)। তাকে তালুবন্দি করেন বদলি খেলোয়াড় হিসেবে নামা লিটন দাশ। টেস্টে এটা শহিদের প্রথম উইকেট। ৫৯৫ রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যান ওয়াহাব রিয়াজ (০)। তাইজুলের এটি চতুর্থ উইকেট। দলীয় ৬১৭ রানে সাকিব আল হাসানের বলে রিটার্ন ক্যাচ দিয়ে আউট হন আসাদ শফিক (৮৩)। এই টেস্টে সাকিবের এটি প্রথম উইকেট। এরপর তাইজুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত হন ইয়াসির শাহ (১৩)। এটা ছিল তাইজুলের পঞ্চম উইকেট। ৬২৮ রানে তাইজুলের বল ডাউন দ্য উইকেটে এসে মারতে চেষ্টা করেন জুলফিকার বাবর। বলটি ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে আঘাত করে স্ট্যাম্পে লাগে। তখন জুলফিকার বাবর ছিলেন লাইনের বাইরে। ফলে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।

এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৩২ রান।