রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১ মে ২০১৫, ৫:৪৭ অপরাহ্ন
শেয়ার

সবাইকে ছাড়িয়ে তামিম


Tamim_iqbalবাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডটাকে আরো একটু উঁচুতে নিয়ে গেলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। খুলনা টেস্টের চতুর্থ দিন শেষ সেশনে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন তিনি। এতো দিন পর্যন্ত আশরাফুলের সাথে যৌথভাবে দেশের হয়ে সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরির মালিক ছিলেন তামিম। সপ্তম সেঞ্চুরির পর আর যৌথভাবে নয়, এককভাবেই সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

খুলনা টেস্টে খুব একটা ভালো অবস্থায় নেই বাংলাদেশ। ম্যাচের প্রথম ইনিংসে মুশফিকরা তুলেন ৩৩২ রান। পরে জবাব দিতে নেমে পাকিস্তান ২৯৬ রানের লিড নেয়। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

তামিম ইকবাল ও ইমরুল কায়েস দারুণ ওপেনিং জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনার প্রাণান্তকর প্রচেষ্টা করে যাচ্ছেন।

বাংলাদেশের হয়ে টেস্টে কার কয়টা সেঞ্চুরি

ব্যাটম্যানসেঞ্চুরিম্যাচইনিংসসর্বোচ্চ
তামিম ইকবাল৩৮৭৪১৫১
মোহাম্মদ আশরাফুল৬১১১৯১৯০‌
মুমিনুল হক১৩২৪১৮১
সাকিব আল হাসান৩৮৭২১৪৪
মুশফিকুর রহিম৪৪৮২২০০