Search
Close this search box.
Search
Close this search box.

গুগল সার্চে I’m Feeling Lucky ফিচারটির কাজ কি জানেন?

google-search

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে সার্চ জায়ান্ট গুগল অচেনা নয়। প্রতিনিয়ত ব্রাউজিংয়ের সময় নানা কিছু খুঁজে পেতে আমরা গুগলের কাছে সাহায্যের হাত বাড়াই।

chardike-ad

কোন কিছু খুঁজতে গেলে গুগল পেজে সার্চ বক্সের নিচে দুটি ফিচার দেখা যায়। একটি বক্সে থাকে ‘Google search’ আর অন্যটি ‘I’m Feeling Lucky’। মূলত এই ফিচারটি দ্বারা গুগল তাদের ভিজিটরদের সার্চ রেজাল্ট থেকে সাইট বেছে নেওয়ার সমস্যা থেকে মুক্তি দেয়। যেমন ধরুন আপনি Avada ওয়ার্ডপ্রেস থিমটির লিঙ্ক অর্থাৎ যেই সাইট এই থিমের মূল পাতা সেটি চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি Avada লিখে সার্চ করেন তবে আপনার সামনে হাজার হাজার রেজাল্ট আসবে। এক্ষেত্রে আপনি যদি I’m Feeling Lucky ফিচারটি ব্যবহার করেন তবে গুগল দেখবে কোন সাইটটি এই সার্চ রেজাল্টটির সাথে বেশি প্রাসঙ্গিক। কোন সাইটটিতে এই কিওয়ার্ড নিয়ে বেশি কিছু আছে, আরও অনেক কিছু বিবেচনা করে গুগল আপনাকে অনেক গুলো সার্চ রেজাল্ট না দেখিয়ে সোজা একটি সাইটে নিয়ে যাবে।

এই ফিচারটি নিয়ে গুগল এখনও কাজ করছে, বেশীর ভাগ সময়ই এই ফিচারটি ঠিক ফলাফল দেয় তবে মাঝে মাঝে কিছু ভুল ফলাফলও এসে যায় যা সংখ্যায় একেবারেই কম।