রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ মে ২০১৫, ৮:০১ অপরাহ্ন
শেয়ার

সাকিব-রিয়াজের জরিমানা


sakib-riajখুলনা টেস্টের পঞ্চমদিনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার কারণে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি। উভয়কেই ম্যাচ ফি`র ৫০ শতাংশ জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, খুলনা টেস্টে পঞ্চমদিনে ১১৮তম ওভারে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জুনায়েদ খানের বলে চার মারেন সৌম্য সরকার। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসেন পাকিস্তানি পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সঙ্গে গায়ে পড়েই আঙ্গুল উঁচিয়ে কথা বলতে তিনি।

সাকিবও ছেড়ে দেবার পাত্র নন। বিশ্বসেরা এই অলরাউন্ডারও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান করে দেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ আম্পায়ার র্যানমোরে মার্টিনেজ এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

ভিডিও