Search
Close this search box.
Search
Close this search box.

আজব ফুটবল খেলা (ভিডিওসহ) !

Bubble-footballপৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম খেলাধুলা রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ফুটবল, যা পৃথিবীর প্রায় সব দেশেই খেলা হয়। এই ফুটবলের উৎপত্তি ইংল্যান্ডে। এবার সেখানেই ফুটবলের এমন একটি ভার্সন তারা চালু করেছে, যেটা দেখে না হেসে পারা যায় না।

ফুটবল আকৃতির একটি ক্রিস্টাল বলের ভেতর খেলোয়াড়দের ঢুকিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে ফুটবল খেলতে। মাঠে বল দখলের লড়াই করতে গিয়ে একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন। আবার তখনই উঠে আসছেন বল দখলের লড়াইয়ে শামিল হতে। শুধু খেলোয়াড়রা নয়, ক্রিস্টাল বলের মধ্যে থেকে গোল বাঁচানোর চেষ্টায় গোলরক্ষকও।

chardike-ad

এই খেলার তারা নাম দিয়েছে বাবল ফুটবল। কেউ কেউ ‘জর্ব বল’ বলেও চেনেন। খেলাটা বেশ অদ্ভুত হলেও এই ধরনের এ খেলা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে দেশ ইংল্যান্ড।

১৯৯৪ সালে নিউজিল্যান্ডে প্রথম এই খেলাটি চালু হয়। এরপর থেকে এই খেলাটি বিভিন্ন দেশে খেলা হয়ে থাকে। আস্তে আস্তে খেলাটি সব বয়সী মানুষের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেছে। তবে নিউজিল্যান্ডের আগে নরওয়েতে এই খেলাটির প্রচলন ছিল বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

চলুন দেখে নেওয়া যাক আজব এই ফুটবল খেলার দৃশ্য :