Search
Close this search box.
Search
Close this search box.

নেপালের ফিল্ড হাসপাতালে ‘লাহোর’-এর পর জন্ম নিল ‘পাকিস্তান’

nepal-pakistan


নেপালে ভূমিকম্প দুর্গতদের সেবায় নিয়োজিত পাকিস্তান সেনাবাহিনীর ফিল্ড হাসপাতালে জন্মগ্রহণকারী একটি শিশুর নাম রাখা হয়েছে ‘পাকিস্তান।’ পাকিস্তানের ত্রাণ তৎপরতার স্বীকৃতিস্বরূপ নেপালি নবজাতকের এ নাম রাখা হয়। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বা আইএসপিআর এ কথা জানিয়েছে।


chardike-ad
নেপালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাখতাপুরে গত মাসের ২৯ তারিখে এ ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। হাসপাতালটিতে প্রথম শিশু জন্ম নেয় ৩০ এপ্রিল এবং তার নাম রাখা হয়েছিল ‘লাহোর।’  পাকিস্তান পররাষ্ট্র দফতর এটি নিশ্চিত করেছে।


গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ফলে এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে ভূমিকম্পের সাত দিন পর ১০১ বছর বয়সী এক বৃদ্ধকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হলেও এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দেয়া হয়েছে।


সূত্র : রেডিও তেহরান