Search
Close this search box.
Search
Close this search box.

২০ দিনের বেশি যুদ্ধ করার ক্ষমতা নেই ভারতীয় বাহিনীর!

indian-army

নতুন অস্ত্রের অভাব কিংবা কম সংখ্যায় অফিসার থাকার সমস্যা তো ছিলই। এবার প্রকাশ্যে এল গুলি-বারুদের অভাব। জ্যাগ রিপোর্টে জানা গেছে, গুলি-বারুদের অভাবে যুদ্ধ করতে অক্ষম ভারতীয় সেনা। রিপোর্টে বলা হয়েছে, টানা মাত্র ২০ দিন যুদ্ধ করার মতো গুলি-বারুদ রয়েছে ভারতের কাছে।

chardike-ad

শুক্রবার লোকসভায় এই রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যা চুক্তি ছিল, তার মাত্র ১০ শতাংশ গুলি-বারুদ মজুত রয়েছে সেনার কাছে।

রিপোর্টে আর্মি হেডকোয়ার্টারের ডিরেক্টর জেনারেলকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হয়েছে। ১০ টি কারখানা থেকে সেনার জন্য গুলি-বারুদ আসে। এছাড়া কিছু কিছু আসে বিদেশ থেকেও।

অন্ততপক্ষে মোট ৪০ দিনের অস্ত্র মজুত থাকা দরকার সেনার কাছে। কিন্তু, জানা গেছে এখন মাত্র ২০ দিনের গুলি-বারুদ মজুত রয়েছে, যা অত্যন্ত আশঙ্কার। পাকিস্তান ও চীন, পাশাপাশি দুই প্রতিপক্ষ দেশ থাকায় গুলি-বারুদের এই পরিমাণ ভারতের জন্য সঙ্কটজনক বলে মনে করা হচ্ছে।

আরও জানা গেছে, ৩,৫৭৮ কোটি টাকার গুলি নষ্ট হয়ে গেছে ও ২,১০৯ কোটি টাকার আগ্নেয়াস্ত্র সারানো হচ্ছে।