Search
Close this search box.
Search
Close this search box.

ইন্দোনেশিয়ায় ৫০০ রোহিঙ্গা উদ্ধার

rohingaঅবৈধভাবে সাগরে আসা থাইল্যান্ড সীমান্তে যখন শত শত অভিবাসী উদ্ধার করা হয়েছে; ঠিক তখনই ইন্দোনেশিয়া সীমান্তে আটক হয়েছে প্রায় ৫০০ জন রোহিঙ্গা।

টাইমস অব ইন্ডিয়া, এপিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার তাদের ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলীয় এলাকা থেকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

chardike-ad

একটি মানবাধিকার সংস্থার এক কর্মকর্তা ও একজন অভিবাসন কর্মকর্তা জানান, আটক হওয়া রোহিঙ্গারা দুইটি নৌকায় করে ইন্দোনেশিয়ার দিকে আসছিল।

এদের মধ্যে মায়ানমারের পার্শ্ববর্তী একাধিক দেশের কয়েকজন নাগরিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাকার্তায় নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ অব মিশন স্টিভ হ্যামিল্টন বলেন, রোহিঙ্গাদের বিশাল বহরটি আচেহ প্রদেশের ম্যানতাং পুনতংয়ের উদ্দেশে যাচ্ছিল এবং রোববারই সেখানে পৌঁছানোর কথা ছিল তাদের।

তিনি জানান, নারী ও শিশুসহ একটি নৌকায় ৪৩০ জন ছিল, আরেকটিতে ছিল ৭০ জন। এদের মধ্যে বেশ কিছু লোককে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।

এর আগে গতকাল থাইল্যান্ড সীমান্ত থেকে ১১৭ জনকে উদ্ধার করা হয়; যাদের ৯১ জন বাংলাদেশি ছিল বলে জানায় একাধিক সূত্র।