Search
Close this search box.
Search
Close this search box.

বিনা খরচে ব্রাউজ করা যাবে যেসব সাইট

Free-Websiteসারাদেশে চালু হয়েছে বিনা খরচের ইন্টারনেট সেবা। রবি গ্রাহকরা ইন্টারনেট ডট ওআরজি ব্রাউজারের মাধ্যমে এ সেবা পাবেন। তবে সব ওয়েবসাইট নয়, কেবল নির্বাচিত কিছু সাইটই বিনা খরচে ব্যবহার করা যাবে। এ সাইটগুলোর মধ্যে দেশী-বিদেশী এবং সরকারি-বেসরকারি সব ধরনের সাইটই রয়েছে।

রবি সূত্রে জানা গেছে, গ্রাহকরা ইন্টারনেট ডট ওআরজিতে প্রবেশ করে সেখান থেকে বিনামূল্যে Facebook, AccuWeather, ই কমার্স সাইট Amar Des, জবস সাইট BD Jobs, অনলাইনমার্কেটপ্লেস বিক্রয়, সরকারের Cabinet Division, ESPN Cricinfo, Facts for Life, Girl Effect, Healthprior, ICT Division, অনলাইনে নারীর স্বাস্থ্য সেবা Maya, Ministry of Agriculture, Ministry of Primary and Mass Education, রবি’র ইন্টারনেট প্ল্যান myNET,Prime Minister’s Office শিক্ষা বিষয়ক ওয়েবসাইট Shikkhok এবং Wikipedia সহ আরো বেশকিছু সাইট ব্যবহার করতে পারবেন।

chardike-ad