sentbe-top

র‌্যাংকিংয়ে ছয়-এ আসার সুযোগ টাইগারদের

bangladesh_teamবাংলাদেশের সামনে দারুণ এক সুযোগ। ওয়ানডেতে র‌্যাংকিংয়ের বড় উন্নতি করার সুযোগ। সুযোগ আট থেকে ৬ নম্বরে চলে আসার। টাইগাররা যদি আসন্ন ওয়ানডে সিরিজে ভারতকে ৩-০ তে হারাতে পারে তাহলেই বড় উন্নতি হবে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশ পৌঁছে যাবে আইসিসির বিশ্ব র‌্যাংকিংয়ের ৬ নম্বরে।

পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ এখন বিশ্ব র‌্যাংকিংয়ের ৮ নম্বর দল। ভারতের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিততে পারলে আরো ৮ রেটিং পয়েন্ট যোগ হবে। মোট রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯৬ এ। সমান ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে। ৯৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। তাই ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের ষষ্ঠ স্থানে চলে আসার সুযোগ।

ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জিতলেও উন্নতি হবে বাংলাদেশের। তাতে করে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৩। আর তাতে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭ নম্বরে চলে যাবে টাইগাররা।

sentbe-top