Search
Close this search box.
Search
Close this search box.

গেইলের ক্যাচ ধরতে নদীতে ঝাঁপ!

gail-sixআইপিএল-এর পর কাউন্টি ক্রিকেটেও গেইল ধামাকা! রোববার রাতে এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল টনটনে সমারসেট ক্রিকেট ক্লাব৷ ক্রিস গেইলের ‘ছক্কা’র বল আনতে নদীতে ঝাঁপ দিলেন এক ক্রিকেট ফ্যান৷gyle-six-2

সমারসেটের হয়ে ৬২ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ইংলিশ কাউন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের নজির গড়েন গেইল৷ ইনিংসে ১৫টি ছক্কা মারেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷ এর মধ্যে তিনটি বল হারিয়ে যায়৷ গেইলের ১৫ তম ছয়টি স্টেডিয়ামের পাশে টন নদীতে গিয়ে পড়ে।

chardike-ad

বল কুড়াতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন মার্টিন বুলক নামে এক ক্রিকেট ফ্যান৷ সাঁতারে বলটি কুড়িয়ে এনে তাতে গেইলের অটোগ্রাফ নেন তিনি৷ মার্টিনের উন্মাদনায় অভিভুত গেইল টুইট করে জানান, ‘হ্যাটস অফ টু ইউ চ্যাম্প’৷ গেইলের মারকাঠারি ইনিংস সত্ত্বেও কেন্টের বিরুদ্ধে ম্যাচটি জেতেনি সমারসেট৷