cosmetics-ad

আইএস যোদ্ধার সেলফিতেই ধ্বংস হলো সিরিয়ার ঘাঁটি

is

একটি সেলফিতেই ধ্বংস হল আইএস ঘাঁটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক আইএস যোদ্ধার সেলফি দেখে মার্কিন সেনা চিহ্নিত করল সিরিয়ায় আইএসআইএসের ঘাঁটি। আর ২৪ ঘণ্টার মধ্যে ধ্বংস করে দেওয়া হল সেটি।

এক কমান্ডার জানিয়েছেন, তাঁরা ছবিটি দেখে জায়গাটি চিহ্নিত করতে পারেন। ছবিটি পোস্ট হওয়ার ২২ ঘণ্টার মধ্যে অভিযান শুরু হয় সেনা বিমানের। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সিরিয়ার আইএস হেডকোয়ার্টার।

আইএসআইএস সোশ্যাল মিডিয়াকে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে। তাদের কীর্তি দুনিয়াকে দেখানোর একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। তার জন্যই আইএসআইএসের সন্ধান চালায় সোশ্যাল মিডিয়ায় নজর রাখে সেনা।

জানা গেছে, এখনও পর্যন্ত ১৭০০ ছবি, ভিডিও ও অন্যান্য পোস্ট করেছে আইএসআইএস। ট্যুইটার ও অন্যান্য মিডিয়ায় তাদের ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ।