Search
Close this search box.
Search
Close this search box.

নেপালে ফের ভূমিকম্প

nepal-earthquackনেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী কাঠমান্ডু থেকে ২৯ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিট ১৯ সেকেন্ডে নেপালের নাগরকোট থেকে ১২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। তবে এ ঘটনায় নেপাল ও এর পাশ্ববর্তী দেশগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না- তা এখনও জানা যায়নি।

chardike-ad

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন ও বাংলাদেশেও ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পে শুধু নেপালে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। আহত হয় ২০ হাজারের বেশি। এছাড়া দেশটির অর্থনীতিও ধসে পড়ে। এরপর কয়েকদিন বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হানে নেপালে। গত ১৩ মে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এই ভূমিকম্পেও নিহত হয় শতাধিক মানুষ।