Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে রোজা বৃহস্পতিবার থেকে

romzanসৌদি আরবে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সে হিসেবে বুধবার রাতে সেহেরি খাবেন দেশটির মুসলিমরা। সৌদির সর্বোচ্চ আদালত গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

খবর আরবনিউজের। তায়েফে এক বৈঠক শেষে দেশটির সর্বোচ্চ আদালত বলেন, মঙ্গলবার দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে শাবান মাস ৩০ দিন হিসাব করা হবে। এ হিসাবে বুধবার সূর্যাস্তের পরপরই রমজান মাস শুরু হবে।

chardike-ad

এ দিন রাতে সেহেরি খেয়ে পরবর্তী দিন রোজা রাখবেন মুসলিমরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের পাশাপাশি কাতার, জর্ডান ও ফিলিস্তিনেও বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

ইসলামী নিয়ম অনুযায়ী রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া, অশ্লীলতা-পাপকার্য ও শারীরিক মিলন থেকে বিরত থাকে মুসলিমরা।