শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২৫ জুন ২০১৫, ১:৪৬ অপরাহ্ন
শেয়ার

প্লেন বিধ্বস্তের পাঁচদিন পর মা-শিশু জীবিত উদ্ধার!


planeপ্লেন বিধ্বস্তের পাঁচদিন পর অলৌকিকভাবে এক মা ও তার শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। পশ্চিম কলাম্বিয়ার একটি জঙ্গলে প্লেনটি বিধ্বংস্ত হয়। সেখান থেকে ১৮ বছর বয়সী মারিয়া নেলি মৌরিলো এবং তার এক বছরের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। খবর বিবিসি।

কলাম্বিয়ার বিমান বাহিনীর প্রধান মা-মেয়ের বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ ঘটনা বলে উল্লেখ করেছেন।

খবরে বলা হয়, গত শনিবার (২০ জুন) দুই ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি চোকো শহরের রাজধানী কুইবদো থেকে নুকাই যাচ্ছিল। পথিমধ্যে অলটো বৌদু অঞ্চলের একটি জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হয়। দুইদিন পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে পাইলটকে ককপিটে মৃত অবস্থায় দেখতে পান। তারা লক্ষ্য করেন, প্লেনটির দরজা দিয়ে সন্তানসহ মৌরিলো বেরিয়ে গেছেন। ১৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তিনদিন খোঁজার পর তাদের জঙ্গল থেকে উদ্ধার করেন। পরে তাদের কুইবদোরে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কলাম্বিয়ান এয়ার ফোর্সের কর্নেল হেক্টর কারাসকাল বলেন, গহীন জঙ্গলটি হিংস্র জন্তুতে ভরপুর। এ ধরণের বেঁচে যাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।

তবে প্লেন বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।