
তিউনিশিয়ার একটি হোটেলে হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর শনিবার তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, এসব মসজিদ দেশে ‘বিষ’ ছড়াচ্ছে এবং এগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়া হবে। মসজিদগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে।
শুক্রবার তিউনিশিয়ার অবকাশ যাপন শহর সুসেতে পর্যটকদের ওপর এক বন্দুকধারী বেপরোয়া গুলি বর্ষণ করে।
ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতদের মধ্যে তিউনিশিয়া, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও আয়ারল্যান্ডের নাগরিক রয়েছে।
হামলা চালানো বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। কর্মকর্তারা জানান, সে একজন শিক্ষার্থী ছিল। এর আগে সে কর্তৃপক্ষের কাছে অপরিচিত ছিল।
প্রসঙ্গত, গত মার্চ মাসের পর তিউনিশিয়ায় পর্যটকদের ওপর এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে রাজধানীর একটি জাদুঘরে জঙ্গি হামলায় ২২ জন নিহত হয়। এদের অধিকাংশ ছিল বিদেশি নাগরিক।