Search
Close this search box.
Search
Close this search box.

তাইওয়ানে পার্কে আগুন : আহত ৫০০

taiwanতাইওয়ানের রাজধানী তাইপের একটি ওয়াটার পার্কে আগুন লেগে পাঁচ শতাধিক দর্শনার্থী আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত দু’ শতাধিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। শনিবার ওই পার্কে একটি পার্টি চলাকালীন সময় এ দুর্ঘটনা ঘটে। পার্টিতে প্রায় এক হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি অ্যাপল ডেইলি নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পার্কে পার্টি চলাকালীন দর্শনার্থীরা নাচ-গান করছিলেন। এ সময় এক ধরনের রঙ্গিন পাওডার ছিটানো হচ্ছিল। এ পাওডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।

chardike-ad

তাইপের স্বাস্থ্য কর্মকর্তা লি লিহ জং জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ লোক আহত হয়েছেন। তবে এদের মধ্যে একশ ৮৮ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুনের ঘটনায় তাইপের মেয়র এরিক চু দু:খ প্রকাশ করে বলেছেন, আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওই পার্কটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।