Search
Close this search box.
Search
Close this search box.

এবার দুই নারীর শিরশ্ছেদ করল আইএস

islamic-stateআইএস’র (ইসলামিক স্টেট) সদস্যরা এবার দুই সিরীয় নারীর শিরশ্ছেদ করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় দেইর-আল-জর প্রদেশে শিরশ্ছেদের এ ঘটনা ঘটে। আইএসের হাতে নারীর শিরশ্ছেদের ঘটনা এই প্রথম। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন একথা জানিয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় বিভিন্ন সোর্সের মাধ্যমে যুদ্ধরত সিরিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য তুলে আনে সংগঠনটি। সংস্থাটির প্রধান রামি আবদুল রহমান সিরিয়ায় আইএসের হাতে নারী শিরশ্ছেদের এ ঘটনার কথা জানিয়েছেন।

chardike-ad

দুই নারী শিরশ্ছেদের ঘটনাটি ঘটে ভিন্ন ভিন্ন শহরে। একজনকে তার স্বামীসহ প্রদেশটির দেইর আল জর শহরে শিরশ্ছেদ করা হয়। অপর ঘটনাটি ঘটে আল মাইয়াদীন শহরে। সেখানেও স্বামীসহ নারীকে শিরশ্ছেদ করা হয়। উভয় নারীর বিরুদ্ধেই ডাইনীবিদ্যার অভিযোগ এনেছিল আইএস।