Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসী আয়ে নতুন মাইলফলক

bangladesh-bankদেশের ইতিহাসে প্রবাসী আয়ে নতুন মাইলফলক তৈরি হয়েছে। সদ্যবিদায়ি ২০১৪-২০১৫ অর্থবছরে ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে ২০১৩-২০১৪ অর্থবছরে ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। এবার ১০৭ কোটি ডলার বা ৭ দশমিক ৫১ শতাংশ বেশি রেমিট্যান্স দেশে এসেছে।

chardike-ad

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, ২০১৪-২০১৫ অর্থবছরের শেষ মাস জুনে ১৪২ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাসের হিসাবে এই অর্থ গত অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ এবং এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৪৯ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে। একক মাসের হিসাবে সেটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।