Search
Close this search box.
Search
Close this search box.

ইউটিউবের জন্য হুমকি ফেসবুক!

facebook-youtubeমানুষ এখন ইউটিউব নয় ফেসবুকেই ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। ফলে ফেসবুক ইউটিউবের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। এমন ধারনাকে অমূলক বলে উড়িয়ে দিলেন ইউটিউবের হেড অব কনটেন্ট অ্যান্ড বিজনেস অপারেশন ম্যানেজার রবার্ট কেনিসিল।

তিনি বলেন, দুটি কোম্পানি আলাদা আলাদা ভাবে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে বিজ্ঞাপনের জগতটা বেড়েছে। ফলে কেউ কারে জন্য হুমকি নয়।

chardike-ad

রবার্ট জানান, ফেসবুকের মত অনেক প্রতিষ্ঠান বুঝে ফেলেছে যে ভিডিও অনলাইনে ‘মেইনস্ট্রিম’ হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদের নেটওয়াকিং সাইটগুলো ভিডিও যুক্ত করতে নিত্য নতুন পদ্ধতি খাটাচ্ছে।

ফেসবুকের বর্তমানে ১৪০ কোটি ব্যবহারকারী রয়েছে। গত বছর থেকে ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে ভিডিও জুড়ে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকম ইউটিউবকে যৌথভাবে ভিডিও শেয়ারিং এবং অ্যাড থেকে রেভিনিউ সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে। এ জন্য ফেসবুক ইউটিউবকে তাদের মুনাফার একটা অংশ দিতেও রাজি আছে।