দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে মুস্তাফিজুর রহমানের।
বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম এই ম্যাচটি শুরু হবে।
কয়েকদিন টানা বৃষ্টির পর গতকাল দুপুরের পর আর বৃষ্টি হয়নি চট্টগ্রামে। সকালেও রোদের দেখা মিলেছে।
দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে টেস্টের সেরা দল। আর বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। আটবারের দেখায় সাতবার ইনিংস পরাজয় হয়েছে বাংলাদেশ! সম্প্রতি সময় দক্ষিণ আফ্রিকা এতটাই শক্তিশালী দল যে, ২০০৬ সালের পর তারা দেশের বাইরে কোনো টেস্ট সিরিজই হারেনি।
বাংলাদেশ পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে বাংলাওয়াশ করার পর করে খুলনা টেস্টে ইতিহাস গড়ে মুশফিকবাহিনী। এরপর ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্ট ড্র করে তারা।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, , মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।