Search
Close this search box.
Search
Close this search box.

দেশভেদে পাসপোর্টের গুরুত্ব

passportদেশভেদে বদলে যাচ্ছে পাসপোর্টের গুরুত্ব। বিশ্বমঞ্চে কোন দেশের কতটা গুরুত্ব, তা বোঝা যায় সেই দেশের পাসপোর্ট দেখেই। কোন দেশের পাসপোর্টে ভিসা ছাড়া কতগুলো দেশে ঢোকা যায়, তার উপর নির্ভর করছে আপনার পাসপোর্টের, মানে আপনার নাগরিকত্বের জোর কতটা।

বিশ্বের চালচিত্রে এরকমই সেরা ও খারাপ অবস্থানে থাকা কয়েকটি দেশের পাসপোর্ট এক ঝলকে দেখে নেওয়া যাক :

chardike-ad

## বিনা ভিসায় দেশ ভ্রমণের হিসেবে সেরা পাসপোর্ট ফিনল্যান্ডের। পকেটে ফিনল্যান্ডের পাসোপোর্ট থাকলে বিনা ভিসায় মোট ১৭৪টি দেশে যাওয়া যায়।

## এই তালিকায় সবচেয়ে নীচে আছে সন্ত্রাসদীর্ণ আফগানিস্তান। আফগানিস্তান পাসপোর্টে ভিসা ছাড়াও মোটে ২৮টি দেশে যাওয়ার অনুমতি রয়েছে।

## বাংলাদেশের পাসপোর্টের ভূমিকাও এ ক্ষেত্রে মোটেই ভালো নয়। পাসপোর্ট নিয়ে আপনি ভিসা ছাড়া যেতে পারবেন ৩৪টি দেশে।

## ভারতের স্থান কিন্তু এই তালিকায় খুব একটা ওপর দিকেও নয়। ভিসা ছাড়া যাওয়া যাবে ৫২টি দেশে।

## কানাডার পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যাবে ১৭৩টি দেশে।

## বিশ্বের ১৭১টি দেশ অস্ট্রেলীয় নাগরিককে ভিসা ছাড়াই তাদের দেশে ঢুকতে দেবে।

## নিউজিল্যান্ডের পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যাবে ১৭০টি দেশে।

## প্যালেস্তিনীয় নাগরিককে ভিসা ছাড়া ঢুকতে দেবে ৩৫টি দেশ।

## মোট ৩২টি দেশে পাকিস্তানী নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবে।

## ইরাকী পাসপোর্টে ভিসা ছাড়া ঢোকা যাবে ৩১টি দেশে।

বাংলাদেশটুডে