বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৭ জুলাই ২০১৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

মোমবাতিতে চার্জ হবে স্মার্টফোন!


mombati-chargerএবার মোমবাতিতে চার্জ হবে স্মার্টফোন! হ্যাঁ, এমনই এক স্মার্টফোন চার্জার বানিয়েছেন সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানি স্টোয়ারের প্রযুক্তিবিদ এ্যান্ড্রু বাইরেনস।

ধরুন, একটা মোমবাতি জ্বলছে। তার ওপর পানিভর্তি ছোট্ট একটা কৌটা। সেই কৌটার সঙ্গে জুড়ে দিন বাইরেনসের বানানো চার্জারগুলোর একটা। ১০ সেকেন্ডের মধ্যেই ইউএসবি চার্জারে সবুজ সংকেত জ্বলে উঠবে। এবার আপনার স্মার্টফোনে লাগিয়ে দিন (প্লাগ ইন) চার্জারের অপরপ্রান্ত। ব্যাস, চার্জ হওয়া শুরু হয়ে গেছে আপনার ফোনের ব্যাটারি।

আপনার মোমবাতিটি যদি প্রচ্ছদ ছবির মোমবাতির মতো হয়, তাহলে তিন ঘণ্টাতেই ‘ফুল চার্জ’ হয়ে যাবে আপনার স্মার্টফোন—দাবি উদ্ভাবকের।

বাইরেনস এই ব্যবস্থার নাম রেখেছেন ‘ক্যান্ডল চার্জার’। চলতি মাসের মাঝামাঝিতে এটি উন্মোচন করেছে স্টোয়ার। চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে এই চার্জার সহজলভ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র ও ছবি : আইট্রিপলই স্পেকট্রাম।