sentbe-top

চবির শাটল ট্রেনে আগুন

shautleচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শাটল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। বুধবার দুপুর আড়াইটায় ষোলশহর রেল স্টেশনে এই ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘ষোলশহর স্টেশনে অবস্থানরত একটি শাটল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। এ খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের পাঁচটি গাড়ী দ্রত সেখানে পৌছেঁ। প্রায় ৪০ মিনিট ধরে জোর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ষোলশহর রেল স্টেশন মাস্টার সাহাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি দুপুর সোয়া দুইটার দিকে স্টেশনে এসে পৌঁছে। এসময় সব শিক্ষার্থীরা ট্রেন থেকে নেমে যায়। এরপর অড়াইটার দিকে ইঞ্জিনে আগুন লাগে। ধারাণা করা হচ্ছে, অতিরিক্ত তাপের কারণেই ইঞ্জিনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

sentbe-top