Search
Close this search box.
Search
Close this search box.

ডাক্তারিতে এবার কুকুর

doctor-dogগন্ধ শুঁকে ক্যান্সার নির্ণয় করতে পারে এমন কুকুরের পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন দিয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা
এনএইচএস।

এগুলোকে বলা হচ্ছে মেডিক্যাল ডিটেকশন ডগ বা রোগ নির্ণয়ক কুকুর।

chardike-ad

এ নিয়ে প্রথম যে জরিপটি হয়েছে, তাতে দেখা গেছে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া কুকুর মূত্রের গন্ধ শুঁকে শতকরা ৯৩ ভাগ ক্ষেত্রে প্রস্টেট
ক্যান্সার সঠিকভাবে শনাক্ত করতে পারে।

মানুষের শরীর যেহেতু মূত্রের মাধ্যমে বর্জ্য বের করে দেয়ার চেষ্টা করে, ফলে ক্যান্সার আক্রান্ত কোষ থেকেও অনেক মৃত কোষ মূত্রে চলে
আসে।

ধারণা করা হচ্ছে, মূত্র থেকে সেসব ক্যান্সার কোষকে গন্ধ শুঁকে নির্ণয় করে কুকুর।