Search
Close this search box.
Search
Close this search box.

পৃথিবীর বিস্ময়কর ক’জন নারী!

পৃথিবীতে কতো রকম বিস্ময়কর মানুষ রয়েছে তা গুণে শেষ করা যাবে না। বেটে মানুষ, লম্বা মানুষ, জমজ মানুষ, বিদঘুটে চেহারার মানুষ এমন কত কিই না রয়েছে। আজ আপনাদের জন্য রয়েছে পৃথিবীর ক’জন নারী সম্পর্কে বিস্ময়কর তথ্য!

এই প্রতিবেদনটি দেখে আপনার চোখ অবশ্যই কপালে ওঠাবে। আজকে যে নারীদের নিয়ে আমরা প্রতিবেদনটি তৈরি করেছি সেটি দেখলে আপনাদের একটু উদ্ভট লাগতে পারে- সেটিই স্বাভাবিক। তবে মানুষগুলি যে নিখাদ সে সম্পর্কে কোনও সন্দেহ নেই।

chardike-ad

আসুন বিশ্বের এসব বিস্ময় নারীকে একঝলকে দেখে নেই:

wonderful-womenঅ্যাবিগেল ও ব্রিটানি হেনসেল:
অ্যাবিগেল ও ব্রিটনি দুই বোন। এদের দুজনের পৃথক আত্মা, পৃথক হৃদযন্ত্র, পৃথক চিন্তাভাবনা থাকলেও শরীর একই। দেখে মনে হবে একজনের কাঁধের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁঝে মাথা রেখেছেন আরেকজন। কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন পিছনে কেও নেই। একই শরীরে ২টি মাথা পাশাপাশি। এমন অদ্ভুত সংযুক্ত বোন কখনও দেখা যায় না।

wonderful-womenআশা ম্যান্ডেলা:
আশা ম্যান্ডেলা লম্বা চুল। আমরা জানি চুল মহিলারা ভালইবাসেন। কিন্তু তা বলে সাড়ে ১৯ ফুট লম্বা চুল! বিশ্বাস না হলেও ঘটনাটি সত্যি।

wonderful-womenগ্রেস ম্যাকড্যানিয়েল:
নাম তার গ্রেস। ১৮৮৮ সালে জন্মেছিলেন। স্টার্জ-ওয়েবার সিন্ড্রোম-এ আক্রান্ত গ্রেস। যার ফলে তাঁর ঠোঁটের অংশ ক্রমেই অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে। আর তাই তার চেহারা দেখা যায় বিদঘুটে। তবে তিনিও সৃষ্টিকর্তার সৃষ্ট একজন মানুষ। তাই তাকে নিয়ে বিদ্রুপ করা মোটেও ঠিক নয়।

wonderful-womenজুলিয়া নস:
বর্তমানে যুগে ট্যাটু সত্যিই গুরুত্বপূর্ণ ফ্যাশন স্টেটমেন্ট। তবে জুলিয়া শরীরের ১ ইঞ্চিও ছাড়েননি ট্যাটু করাতে। তার জন্য তাঁকে অদ্ভুত দেখতে লাগলেও তাতে তোয়াক্কা নেই জুলিয়ার।

wonderful-womenজ্যোতি:
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন জ্যোতি। কারণ জ্যোতির উচ্চতা মাত্র ২৩ ইঞ্চি! এতো ছোট আবার মানুষ হতে পারে? এমন মনে হলেও এটি বাস্তব ছবি।

wonderful-womenকিম গুডম্যান:
বিশ্বের সর্ববৃহৎ চক্ষু প্রসারকের জন্য কিমের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। আপনি হয়তো ভাবতেও পারবেন না .৪৩ ইঞ্চি?

wonderful-womenবিশাল পা’য়ের অধিকারী ম্যান্ডি সেলার:
স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বড় ম্যান্ডি সেলারের পা। জন্মের সময় স্বাভাবিক ছিলেন ম্যান্ডি। কিন্তু তারপর হতে ম্যান্ডির পা বাড়তে শুরু করে এবং তা আর থামেনি। কিভাবে চলাচল করেন তিনি?

wonderful-womenমুখে অস্বাভাবিক লোমের অধিকারী সুপাত্রা সসুফান:
আমরা জানি শরীরে লোম কোথায় কোথায় থাকে। কিন্তু থাইল্যান্ডের সুপাত্রার পরিচয় ওর মুখে অস্বাভাবিক সাদা কালো লোম।

এরকম আরো কিছু নিউজঃ


## ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহনকারী ৭ তারকা

## যেখানে বিয়ের আগেই মা হওয়া বাধ্যতামূলক!

## পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা!

## দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়!

## ব্রা পরে পুরুষদের বিক্ষোভ

## সুন্দরীদের হাটে বউয়ের খোঁজে স্বামীরা