Search
Close this search box.
Search
Close this search box.

ভিডিওতে বাংলাদেশ-ভারত ফাইনালের টাইব্রেকার

under_16_footballবাংলাদেশে এই প্রথমবারের মতো হলো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ফাইনালে বাংলাদেশ। আর প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ। এমন অনেক ‘প্রথম’ বাড়িয়ে দিয়েছে কিশোরদের শিরোপা জয়ের মাহাত্ম।

তবে এই মাহাত্ম আর মর্যাদা এসেছে কঠিন পথ পেরিয়ে। অনেক সাধনা আর কষ্টের ফল এই শিরোপা। অনেক ঘাম ঝরানো শ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এই ট্রফি। তাও আবার দুই-দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে। এবার অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

chardike-ad

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত। কিশোর ফুটবলারদের খেলা হওয়ায় অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। এখানে যে কেউ হেরে যেতে পারত। কিন্তু দিনশেষে বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। টাইব্রেকারে দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সাফের মুকুট জিতেছে কিশোর ফুটবলাররা।

বাংলাদেশের মানুষের কাছে এই জয় অসামান্য, অনন্য। টাইব্রেকারে বাংলাদেশের প্রতিটা গোল ছিল অসাধারণ, চেয়ে চেয়ে দেখার মতো। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক টাইব্রেকারের গোলগুলো।