Search
Close this search box.
Search
Close this search box.

সানি লিওনের এজেন্ট বি-টাউনই জানে না তার বাংলাদেশে আসার খবর!

sunny-leonবাংলাদেশে আসছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বাংলাদেশ ও ভারতের সংবাদ মাধ্যমগুলোতে চলছে এ নিয়ে তোলপাড়। হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দল তার আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছে। কর্মসূচি দিয়েছে বিমানবন্দর ঘেরাওসহ গণপ্রতিরোধ গড়ে তোলার। কিন্তু বাংলাদেশে সানি লিওন আসছেন একথা কে বলেছেন তা খুঁজে পাওয়া যায়নি। এমন কি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ও এ ধরনের কোনো খবর জানে না। আর খোদ সানি লিওনের ভারতীয় এজেন্ট বি-টাউন এন্টারটেইনমেন্ট বলছে, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

sunnyপ্রিয়.কম-এর পক্ষ থেকে প্রথমে বি-টাউন এন্টারটেইনমেন্টের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তারা সানি লিওনের ঢাকায় আসার খবর উড়িয়ে দেন। এরপর সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা মোয়েজ আহমেদ ই-মেইলে জানান, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না।’

chardike-ad

এজেন্ট প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কীভাবে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরাই সানি লিওনের এজেন্ট কিন্তু এরকম কিছু ঘটতে যাচ্ছে কি-না সে বিষয়ে আমরা কিছুই জানি না।’

এ নিয়ে প্রিয়.কম সিঙ্গাপুরের বে-এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলে। ঢাকায় খবর আছে, বে-এন্টারটেইনমেন্ট সানি লিওনকে বাংলাদেশে নিয়ে আসছে। বে-এন্টারটেইনমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রিয়.কম-কে জানান ‘আমরা বাংলাদেশে আগামী মাসে কোনো কনসার্টের আয়োজন করছি না। সর্বশেষ মে মাসে আমরা শ্রেয়া ঘোষালকে নিয়ে একটি কনসার্টের আয়োজন করেছিলাম। সানি লিওনকে নিয়ে বাংলাদেশে কোনো কনসার্ট আয়োজনেরও পরিকল্পনাও আমাদের এখন নেই।’

তিনি আরো বলেন, ‘ফোন দেয়াতে ভালো হয়েছে। এ ধরণের প্রচারণা কেন হচ্ছে তা নিয়ে আমরা বাংলাদেশে খোঁজ-খবর নিব।’

তবে জানা গেছে, বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বহুল আলোচিত পুত্র সানি লিওনকে ঢাকায় এনে আগামী সেপ্টেম্বরে কনসার্ট করার প্রাথমিক উদ্যোগ নিয়েছেন। আর তার সূত্রেই এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তথ্য মন্ত্রণালয় কিংবা সংস্কৃতি মন্ত্রণালয়ে এখনো তিনি এ বিষয়ে কোনো আবেদনই করেননি।

তবে বাংলাদেশের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছিলেন অনুষ্ঠান আয়োজনের জন্য। এখন সবাই চুপ মেরে গেছেন।

গণমাধ্যমে প্রকাশিত হয়, সেপ্টেম্বরে বসুন্ধরা কনভেশন হলে এই কনসার্ট হবে এবং সর্বনিম্ন টিকিটের মূল্য জানানো হয় ১৫ হাজার টাকা।(প্রিয়.কম)