Search
Close this search box.
Search
Close this search box.

নম্বর গোপন রেখে ফোন করবেন যেভাবে

mobileমোবাইল নম্বর নিয়ে বিপাকে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল, আর মেয়ে হলে তো কথাই নেই। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু বিরক্ত করতেই থাকে। কিন্তু যদি মোবাইল নম্বর গোপন করে কল করা যায় তাহলে কেমন হয়? ভাবছেন এও কি সম্ভব, হ্যাঁ সম্ভব। আসুন আজ জেনে নেই কীভাবে আপনার নম্বর গোপন করে কল করবেন।

মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন বিশেষ কিছু অ্যাপ ব্যবহার করে। কারণ বাজারে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহার করতে হলে আবার একটি প্রক্সি নম্বরের সাহায্য নিতে হয়। এটা বেশ ঝামেলার। আর আমরা যেসব অ্যাপ নিয়ে কথা বলছি সেগুলোতে ইচ্ছা করলেই কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের নম্বর। এসব বিশেষ অ্যাপ ইউজারের আসল ফোন নম্বর লুকিয়ে রেখে এবং ব্যবহারকারীর ইচ্ছেমতো একটি নম্বর প্রদর্শন করে; ফলে তার নম্বর থাকে গোপন।

chardike-ad

বর্তমানে অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ ব্যবহার করছেন। এসব অ্যাপ এর মধ্যে জনপ্রিয় কয়েকটি অ্যাপ হল Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker ইত্যাদি। আর এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।

Tracebust অ্যাপটি প্রাথমিকভাবে ট্রায়াল ভার্সন ব্যবহার করা যাবে, কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে।

সূত্র: ইন্টারনেট