Search
Close this search box.
Search
Close this search box.

আজ পাকিস্তান যাচ্ছেন সালমারা

bangladesh-women-cricket-teamবাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল সব সংশয় মুছে পাকিস্তান যাচ্ছে আজ। বেলা ১টা ৩৫ মিনিটে পিকে ৬২৭র একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন সালমা খাতুনরা।

২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর নয় দিনের এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের মেয়েরা দুটি করে টি-২০ এবং ওডিআই খেলবেন। সব ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে।

chardike-ad

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের জন্য অনুমতি দেয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহার পরের দিন রাতে দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন সালমা খাতুন।

এদিকে মহিলা ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক শফিকুল হক হীরা।

বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, শুকতারা, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা ও নাহিদা আক্তার। স্ট্যান্ডবাই : সানজিদা ইসলাম ও সুমনা আক্তার।