Search
Close this search box.
Search
Close this search box.

নাটকীয় জয়ে এগিয়ে গেল পাকিস্তান

হারারে স্পোর্টস ক্লাব মাঠে লো স্কোরিং টি-টোয়েন্টি ম্যাচটি দারুণ জমে উঠেছিল। তবে শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে পাকিস্তান।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের জয় ১৩ রানে। আগামী মঙ্গলবার একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

chardike-ad

জয়ের জন্য রোববার ১৩৭ রানের সহজ লক্ষ্য পেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শুরুর ধাক্কা আর শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ১২৩ রানই তুলতে পারে স্বাগতিকরা। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন।

শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ের ইনিংস। এক রান তুলতেই উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবাকে বোল্ড করেন ইমাদ। রানের খাতাই খুলতে পারেননি স্বাগতিক দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এরপর শুরুর ধাক্কা সামলে ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকে স্বাগতিকরা। ক্রেইগ আরভিন ও হ্যামিল্টন মাসাকাদজার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৬ রান। এর পর তৃতীয় উইকেট জুটিতে ২২ রান তুলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে।

এর পর দ্রুত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষের প্রথম সারির চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচ পাকিস্তানের দিকে ফিরিয়ে আনেন ইমাদ। ৯০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়।

শেষ দিকে অধিনায়ক এল্টন চিগুম্বুরার ২৮ বলে দলীয় সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটিও জিম্বাবুয়ে শিবিরে হাসি ফোটাতে পারেনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে। শোয়েব মালিক সর্বোচ্চ ৩৫ রান করেন। জিম্বাবুয়ের চামু চিবাবা ৩৪ রানে ৩ উইকেট নিয়ে অতিথিদের ইনিংস নাগালে রাখতে বড় ভূমিকা রাখেন।

পাকিস্তানের শুরুটা মোটামুটি ভালোই ছিল। উদ্ব%E