Search
Close this search box.
Search
Close this search box.

শ্রীনির বাড়িতে গিয়ে বিতর্কে ধোনি

dhoni-sriভারতীয় ক্রিকেটে বিতর্কিত ব্যক্তি এন শ্রীনিবাসনের বাড়িতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরের দিন গোপনে শ্রীনির বাড়িতে গিয়েছিলেন ক্যাপ্টেন কুল। দু’পক্ষ থেকেই বিষয়টি গোপন রাখার যাবতীয় চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ অবধি সেটা আর সম্ভব হয়নি।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, শুক্রবার সকালে শ্রীনির বাড়িতে গিয়ে সকাল বেলার নাস্তা সারেন ধোনি। তিনি সেখানে প্রায় ৪৫ মিনিট ছিলেন। এ ব্যাপারে ধোনি নিজে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। ধারণা করা হচ্ছে, আইপিএল থেকে দু’বছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস নিয়ে আলোচনা করতেই শ্রীনির সঙ্গে দেখা করেন ধোনি। এই খবর ছড়িয়ে পড়তেই চারদিকে বিতর্কের ঝড় উঠেছে।

chardike-ad

শ্রীনির বিরুদ্ধে মামলা করার মূলে যিনি সেই আদিত্য বার্মা একটি চিঠি দিয়েছেন ধোনিকে। তাতে তিনি লিখেছেন, ‘আজ বিভিন্ন চ্যানেলে দেখলাম সকাল বেলার নাস্তা সারতে আপনি শ্রীনিবাসনের বাড়িতে গেছেন। এটা দেখে আমি মর্মাহত। আইনগত দিক দিয়ে কোনো বাধা নেই। আপনি যেতেই পারেন। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আপনি এটা না করলেই ভালো হতো। এর আগে গুরুনাথ মিয়াপ্পনের বিচারপতি মুগদাল কমিটির কমিটির কাছে যে বক্তব্য দিয়েছিলেন তাতে আপনার সমালোচনা হয়েছিল।’

এরপর আদিত্য বার্মা ধোনিকে পরামর্শ দিয়ে বলেন, ‘সবাই জানে কার চাপে পড়ে আপনাকে ওরকম বিবৃতি দিতে হয়েছিল। শেষ পর্যন্ত বিসিসিআই এবং চেন্নাই সুপার কিংসে শ্রীনিবাসনের স্বার্থের সংঘাতের জন্য গুরুনাথকে আজীবন নির্বাসিত করা হয়েছে। সুপ্রিম কোর্টও শ্রীনিবাসনকে বহিষ্কার করেছে। এই মুহূর্তে আপনি জাতীয় দলের অধিনায়ক। এই অবস্থায় আপনার সিএসকে’র সাবেক মালিকের বাড়িতে যাওয়া ক্রীড়াবিশ্বের কাছে ভুল বার্তা দেবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই দয়া করে বিসিসিআইয়ের স্বার্থে এ ধরনের নোংরা কাজ আর করবেন না।’