Search
Close this search box.
Search
Close this search box.

মোটরসাইকেলকেও হার মানাবে বাইসাইকেল

bycycleআঙ্গুলের একটুখানি আলতো স্পর্শেই সাইকেলের চাকা গড়াতে শুরু করবে। চাকা সামনের দিকে এগিয়ে যেতে যেতে গতি উঠবে ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত। ব্যাটারি চালিত এই সাইকেল একবার চার্জ দিলে পাড়ি দিবে ১২০ কিলোমিটার পথ। ৪৯ কেজির এই বাইকের সাসপেনশন দেবে ভ্রমণে আলাদা রোমাঞ্চ। সাইকেলের গতি আর ডিজাইন দেখে এটিকে অনেকে মোটরসাইকেল ভেবেও বসতে পারে। সাইকেলটি তৈরি করেছে ক্রোয়েশিয়ার গ্রিপ নামের একটি কোম্পানি। এটির নাম ‘দ্য গ্রিপ জি – ১২’।

সাইকেলটির উভয় চাকায় আছে ডিক্স ব্রেক। ১২ কিলোওয়াটের ব্যাটারি ব্যবহৃত হয়েছে এতে। সাইকেলটি চালু করতে কোন চাবির দরকার হয় না। আছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। ৮০ মিনিটেই ব্যাটারি পরিপূর্ণ চার্জ হয়ে যাবে। সাইকেলটিতে আছে থ্রটল,প্যাডেল, ফিঙ্গারপ্রিন্ট সহ ইলেকট্রিক ডিসপ্লে, লিথিমার আয়ন ব্যাটারি ও মনোসক্সবার।

chardike-ad

গ্রিপের এই ইলেকট্রিক বাইকটি কার্বন ফাইবার দিয়ে তৈরি। রাতে পথ চলার জন্য আছে লং ডিস্টেন্ট হেড টিউব। দুটি মোডে সাইকেলটি ড্রাইভ করা যাবে। ব্যাটারি শেষ হয়ে গেলেও প্যাডেল দিয়েও সাইকেলটি চালানো যায়।

যুক্তরাস্ট্রের বাজারে সাইকেলটির দাম ৮ হাজার ডলার। দেশি টাকায় ভ্যাট ও ট্যাক্স ছাড়া প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।

দেখুন ভিডিওতে: