Search
Close this search box.
Search
Close this search box.

নিজের দুর্ভাগ্যে হাসলেন মাশরাফি!

masrafeeচোট-সমস্যা-ঝামেলা, এসবকেই এখন যেন আপন করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। হাসতে হাসতে বাংলাদেশ অধিনায়ক বললেন, এসব এখন উপভোগই করেন তিনি!

দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচারের ধকল, ভূতুড়ে সব চোট, নিত্য সঙ্গী আরও নানা সমস্যা – এই হলো মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার। এবারও জিম্বাবুয়ে সিরিজে খেলছেন ডেঙ্গু জ্বর কাটিয়ে উঠে।

chardike-ad

সেই ডেঙ্গু ভালো হয়ে গেলেও রেখে গেছে ছাপ। শারীরিক দুর্বলতা কাটেনি এখনও। ম্যাচের আগের দিন বলেছেন, দেশের খেলা বলেই শতভাগ ফিট না হলেও খেলবেন ঝুঁকি নিয়ে।

মাঠে অবশ্য অধিনায়ক ছিলেন বরাবরের মতোই দুর্দান্ত। ব্যাটিংয়ে এক ছক্কা-চারে ১৪ রান করেছেন। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের দারুণ জয়ে বল হাতে ৬ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে প্রথম উইকেটে স্পর্শ করেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২০০ উইকেট।

ম্যাচ-শেষে সংবাদ সম্মেলনে এই অর্জনের প্রসঙ্গেই মাশরাফি আবার ফিরে তাকালেন চোট-জর্জরিত ক্যারিয়ারে।

“সবাই জানেন, আমার জীবনে অনেক অনেক ইনজুরি ছিল। এবারও ভারত সিরিজের আগে হঠাৎ দুর্ঘটনা (রিকশায় বাসের ধাক্কা)। এবার হলো ডেঙ্গু। এখন তো মনে হয়, খেলার চেয়ে এসবই বেশি উপভোগ করি। কিছু না হলে খেলতে ভালো লাগে না।”

দেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট তার। এই বছর বাংলাদেশের অবিস্মরণীয় জয়-যাত্রায়ও বড় অবদান তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের। তবু বরাবারের মতোই বিনয়ী মাশরাফি।

“বাংলাদেশের জন্য কিছু করতে পারা সব সময়ই আনন্দদায়ক। তবে এখনও এমন কিছু করতে পারিনি। দোয়া করবেন, যেন সামনে কিছু করতে পারি।”