Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ার পরমাণু কেন্দ্রে নতুন সুড়ঙ্গ

north-koreaউত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষাস্থলে নতুন সুড়ঙ্গ বানাচ্ছে। স্যাটেলাইটে তোলা ছবিতে এমটিই আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ‘দ্যা ৩৮ নর্থ’ ওয়েবসাইট এক প্রতিবেদনে বলেছে, এপ্রিল ও নভেম্বরে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পুঙ্গিয়ে-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের একটি নতুন জায়গায় টানেল নির্মাণের কাজ চালাচ্ছে উত্তর কোরিয়া।

chardike-ad

পুঙ্গিয়ে-রি কেন্দ্রে এর আগে তিনটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ছবিতে খুব শিগগিরই আরেকটি পরমাণু পরীক্ষা চালানোর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সুড়ঙ্গ খনন শেষ হলে উত্তর কোরিয়ার পক্ষে আরও পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো সম্ভব হবে। আপাতত পরমাণু অস্ত্র পরীক্ষার লক্ষণ না থাকায়, উত্তর কোরিয়া ইচ্ছা করলে আগামী দিনগুলোতে এ পরীক্ষা চালাতে পারে।

এর আগে দক্ষিণ কোরিয়া একই ধরনের খবর দিয়ে দাবি করেছিল, পুঙ্গিয়ে-রি কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে উত্তর কোরিয়া।