Search
Close this search box.
Search
Close this search box.

অ্যাপলের নতুন সিওও জেফ উইলিয়ামস

jeffঅ্যাপল ইনকরপোরেশনের দীর্ঘদিনের নির্বাহী জেফ উইলিয়ামসকে পদোন্নতি দিয়ে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগে প্রধান নির্বাহীর পাশাপাশি সিওও হিসেবে দায়িত্ব পালন করছিলেন টিম কুক। অ্যাপলের নেতৃত্বে পরিবর্তন আনতে জেফ উইলিয়ামসকে নতুন সিওও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

১৯৯৮ সালের এপ্রিলে অ্যাপলে যোগ দিয়েছিলেন জেফ উইলিয়ামস। সিওও হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি অ্যাপলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করা জেফ অ্যাপল ওয়াচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

chardike-ad

জেফ উইলিয়ামসের প্রশংসা করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, ‘আমার দেখা অ্যাপলের সেরা অপারেশন্স এক্সিকিউটিভদের একজন জেফ।’

সিওও হিসেবে সি-লেভেল এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন জেফ উইলিয়ামস। প্রযুক্তি বিশ্লেষক টিম বাজরাইন বলেছেন, ‘জেফ উইলিয়ামসকে তৈরি করেছেন টিম কুক। তাই সিওও হিসেবে নিজের শিষ্যকেই জায়গা করে দিয়েছেন কুক।’

তবে এই ধারাবাহিকতায় টিম কুকের পর জেফ উইলিয়ামস অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেবেন কি না, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। অ্যাপলের সাবেক নির্বাহী জঁ-লুই গাস এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয় না, টিম কুক প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়বেন। টিম শুধু তাঁর হাতকে আরো শক্তিশালী করেছেন।’

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির গ্লোবাল মার্কেটিং চিফ ফিল শিলার এখন থেকে অ্যাপল অ্যাপ স্টোরের নেতৃত্ব দেবেন।

এ ছাড়া একই বিজ্ঞপ্তিতে অ্যাপলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ২০১৬ সালের মাঝামাঝিতে মার্কেটিং কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন টর মাইহ্রেন। টর বর্তমানে গ্রে নিউইয়র্কের চিফ ক্রিয়েটিভ অফিসার (সিসিও) হিসেবে কর্মরত আছেন। খবর এনটিভি।