Search
Close this search box.
Search
Close this search box.

তাসকিন-সানির টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ

taskinহল্যান্ডের বিপক্ষে ম্যাচেই প্রশ্ন উঠেছিল তাসকিন আহমেদ আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। তাই তারা বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ধর্মশালা থেকে চেন্নাইয়ে উড়ে যয়। বাংলাদেশ দলের এই দুই বোলারের পরীক্ষার ফল আজ  জানিয়ে দিয়েছে আইসিসি। তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ ধরা পড়েছে।

বেঙ্গালুরুতে দলের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘‘আইসিসি এখন শুধু ফলটাই জানিয়েছে। বোলিং করার সময় ওর হাত কত ডিগ্রি বেঁকে যায়, তা নিয়ে বিস্তারিত কিছু বলেনি।’’
অবশ্য সানির বোলিং অ্যাকশন নিয়ে কিছুটা সংশয় ছিল দলের মধ্যেও। সেই সংশয়ই শেষ পর্যন্ত সত্যি হলো। কিন্তু তাসকিনের ব্যাপারে দলের কোচ থেকে মুরু করে সবাই খুব আশাবাদি ছিল। তবে দুজনের অ্যাকশনই অবৈধ ঘোষনা করে আইসিসি।এতে করে শেষ হয়ে গেল তাসকিন ও সানির টি-টোয়েন্টি বিশ্বকাপ।

chardike-ad