Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় বিদেশী নিয়োগে করারোপ, কোম্পানীগুলোর বিরোধিতা

foreign worker in koreaকোরিয়ান সরকার বিদেশী নিয়োগে করারোপ করার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে কোরিয়া ছোট এবং মাঝারি কোম্পানীগুলো। সম্প্রতি কোরিয়ান সরকার স্থানীয়দের চাকরির সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে বিদেশী কর্মী নিয়োগের উপর করারোপ করার বিষয়ে আলাপ চালিয়ে যাচ্ছে। এই বছরের শেষ নাগাদ সরকার নতুন কর আইনের মাধ্যমে বিদেশী কর্মী নিয়োগকারীদের উপর করারোপ করতে পারে।

করারোপ বিষয়ে বিদেশী নিয়োগ করে থাকে এমন ৬২০ টি ছোট এবং মাঝারি কোম্পানী নিয়ে একটি জরিপ চালিয়েছে কোরিয়া স্মল বিজনেস ইন্সটিটিউট। ৮৯ শতাংশ কোম্পানী করারোপের বিরোধিতা করেছে।

chardike-ad

কোম্পানীগুলো বলছে ছোট এবং মাঝারি কোম্পানীগুলো স্থানীয় কর্মী নিয়োগে হিমশিম খায়। প্রায় একই বেতনে বিদেশী নিয়োগ করে একান্তই বাধ্য হয়ে। নতুন করে কর আরোপ করা হলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে ছোট এবং মাঝারি কোম্পানীগুলো।

কোরিয়া বর্তমানে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে বিদেশী কর্মী নিয়োগ করছে। ছোট এবং মাঝারি কোম্পানীগুলো আরো বেশি বিদেশী কর্মীর জন্য আবেদন করলেও কিছু শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছে।