Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ

bangladesh-indiaটি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে টুর্নামেন্টে একরকম কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা। বলা যায় বিদায়ের দ্বারপ্রান্তে। ভারতের কাছে হারলেই বিদায় নিশ্চিত মাশরাফি বাহিনীর।

শেষ চারে যেতে হলে অনেক বড় চ্যালেঞ্জ জয় করতে হবে টাইগারদের। এ রকম চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে হাতুরুসিংহের শিষ্যরা। তার উপর দলের সেরা দুই বোলারকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়া টাইগারদের ইনফর্ম ব্যাটসম্যান তামিমও অসুস্থ।

chardike-ad

এ যেন মরার উপর খাঁড়ার ঘাঁ। এমন নানা প্রতিকূলতা নিয়েই বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনি-কোহলিদের মোকাবেলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন সজীব।

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, যশপ্রিত বুমরাহ এবং আশীষ নেহরা।