শনিবার । জুন ১৪, ২০২৫ । ১১:২৫ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ জুন ২০১৬, ১১:১৮ পূর্বাহ্ন
শেয়ার

এক বছর পর রাশিয়ার কাছে এরদোগানের ‘দুঃখ’ প্রকাশ


2srwyxsHktmxগত বছর একটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার কাছে ‘দুঃখ’ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। সেখানে আক্রমণ করার কোন ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। ‘দুঃখ’ প্রকাশের কথা নিশ্চিত করেছেন ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এরদোগানের তরফ থেকে একটি বার্তা পেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে নিহত পাইলটের পরিবারের প্রতি ‘সহানুভূতি এবং গভীর সমবেদনা’ জানানো হয়েছে। সেই সঙ্গে ‘ক্ষমাও চাওয়া হয়েছে’।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগাতে সবকিছু করবেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ডের বার্তা পেয়ে বিবৃতি দিয়েছে রাশিয়াও।

বার্তা পাঠানোর কথা নিশ্চিত করে এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেছেন, টার্কিশ নেতা একটি চিঠি পাঠিয়েছেন এবং ঘটনার জন্য ‘দুঃখ’ প্রকাশ করেছেন। এরদোগানের বার্তা পাঠানো বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি হুরিয়াতও।

গত বছরের নভেম্বরে একটি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। ঘটনার পর কোনো রকম ক্ষমা চাইতে অস্বীকার করে তারা। এ নিয়ে রুশ-তুর্কি কূটনৈতিক সম্পর্ক চরমে উঠে।