Search
Close this search box.
Search
Close this search box.

গুলশান হামলার বিস্তারিত জানতে চান ওবামা

obama_dakatমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঢাকার গুলশানের রেস্টুরেন্টে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি হামলার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার দিনগত রাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাংলাদেশের রাজধানী ঢাকায় হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, পরিস্থিতির উন্নতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট।

chardike-ad

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনও তথ্য মেলেনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র পণবন্দী পরিস্থিতিকে এখনও পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সব কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবাইকে নিরাপদ অবস্থানে থাকার এবং এই সংক্রান্ত খবর পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়।