১) ৫ কোটি মানুষের কাছে যেতে রেডিওর সময় লেগেছিল ৩৮ বছর।
২) ৫ কোটি মানুষের কাছে যেতে ফোনের সময় লেগেছিল ২০ বছর।
৩) ওই একই সংখ্যাক মানুষের কাছে যেতে টেলিভিশনের লেগেছিল ১৩ বছর।
৪) ৫ কোটি মানুষের কাছে যেতে ফেসবুকের লেগেছিল ৬ বছর।
৫) সেখানে ৫ কোটি মানুষের যেতে গুগল প্লাসের লেগেছিল ঠিক ৮৮ দিন।