Search
Close this search box.
Search
Close this search box.

আশরাফুলের নিষেধাজ্ঞা উঠছে আজ

Ashrafulবাংলাদেশের ক্রিকেটের প্রথম ‘প্রেম’ এর নাম মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের ব্যাটে নিহিত ছিল কোটি কোটি বাঙালির ক্রিকেট স্বপ্ন। দেশকে অসামান্য কিছু গৌরব জাগানিয়া সময় উপহার দিয়েছিল তার। কিন্তু গরীবের যক্ষের ধন আশরাফুল বখে যেতে সময় নেননি।

ফিক্সিংপাপে দুষ্ট হয়ে ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হয়েছে তাকে। শনিবার ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন আশরাফুল। তবে ডানা মেলে উড়ার সুযোগ নেই তার। খেলতে পারবেন শুধু ঘরোয়া ক্রিকেট। সেখানেও সীমারেখা টানা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবেন না আরও দুই বছর।
২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন আশরাফুল। প্রাথমিকভাবে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে বিসিবির বিশেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান শাস্তি কমিয়ে করেন দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে। সেই হিসেবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ১৩ আগস্ট শনিবার।

chardike-ad

উল্লেখ্য, আপাতত লন্ডনে অবস্থান করলেও শনিবার সকাল আটটার ফ্লাইটে ঢাকায় আসছেন আশরাফুল।