Search
Close this search box.
Search
Close this search box.

বিসিকে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল আগামীকাল

bck-cricket-2016

কোরিয়া প্রবাসীদের নিয়ে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল আগামীকাল অনুষ্টিত হবে। পাজু সিটির ইয়জা খোদং হাক্কিয়ো মাঠে সকাল ১০টায় আনসান সুপার জায়ান্ট বনাম কে এম সি টিমের ফাইনাল অনুষ্ঠিত হবে ।

chardike-ad

দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জুলফিকার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  বিসিকে কোরিয়া প্রবাসীদের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছে। কর্মব্যস্ত কোরিয়া প্রবাসীদের আনন্দ দিতে বিভিন্ন ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বিসিকে এই আয়োজন করেছে। টুর্ণামেন্টের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল ১০ লাখ উওন এবং রানার আপ দল ৬লাখ উওন পাবে বলে জানিয়েছে বিসিকে ক্রিকেট উপকমিটি।

এছাড়া প্রত্যেক ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ, বিগ সিক্সসহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কারের কথা জানিয়েছেন তারা। টুর্ণামেন্টে স্পন্সর করেছে কেইবি হানা ব্যাংক, গ্যাঞ্জেস রেস্টুরেন্ট, প্রাইম ট্রাভেল এবং মিস্টার কারি।

খেলার মাঠে যেভাবে আসবেন: গুমছন স্টেশন থেকে ১ নাম্বার গেট দিয়ে বের হয়ে ট্যাক্সিতে পাজু ইয়োজা খোদং হাক্কিয়ো(파주 여자 고등학교) বললে হবে। অথবা রাস্তার উল্টোদিকে ১০, ১৫, ৩৩৩ নাম্বার বাসে তিনটা স্টপেজ পরেই পাজু ইয়োজা খোদং হাক্কিয়ো(파주 여자 고등학교) পেয়ে যাবেন।

ezaz

 

ইজাজুল হক, সিউল থেকে