Search
Close this search box.
Search
Close this search box.

টেস্টে প্রথমবারের মতো ইংলিশ বধ

254234

১৫ মাস পর টেস্ট খেলতে নেমে কি ঝলকটাই না দেখাল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট জিততেও হেরে যাওয়া। সে দুঃখ পুঁজি করে ঢাকায় ফেরা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানের মধ্যে শেষ ৮ উইকেটের পতন। দ্বিতীয় টেস্টে ইংলিশদের ঘুরে দাঁড়ানো, ২৪ রানের লিড নেয়া। শেষ ইনিংসে ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলা। কিন্তু তারপর?

তৃতীয় দিনের শেষ সেশনে প্রথম বল থেকেই মিরাজের আঘাত হানা শুরু। ৬৪ রানের ইংলিশদের সবকটি উইকেট ফেলে দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের উৎসবে মাতলেন মুশফিকবাহিনী। ১০৮ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজও ড্র করল বাংলাদেশ।

chardike-ad

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও একাই ৬ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। সাকিব নেন বাকি চারটি। তাও আবার ৪ বলের ব্যবধানেই নেন তিনটি।

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের ৫৯ ও বেন ডাকেটের ৫৬ রান হয়ে থাকল কেবলই সান্তনা। এশিয়াতে যা কখনোই পারেনি ইংল্যান্ড, তা পারল না এবারো। বাংলাদেশ ম্যাচ জিতে নিল ১০৮ রানের ব্যবধানে।