পাকিস্তানের সেই সুদর্শন চা-ওয়ালা আরশাদ খানকে নিয়ে এবার একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। তাকে নিয়েই বানানো একটি ‘হিপ হপ’ র্যাপ গানের ভিডিওতে কাজ করলেন তিনি। গানের নাম ‘চায়ওয়ালা’।
পাকিস্তানের র্যাপ গায়ক সিড মিস্টার র্যাপার আর ডিজে ড্যানির এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই ‘ভাইরাল’ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ইসলামাবাদের ফোটোগ্রাফার জাবেরিয়া আলি ইসলামাবাদের বাজার থেকে আরশাদের ছবি তুলে ছেড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস, তার পর থেকেই রীতিমতো ভাইরাল হয়ে যায় আরশাদ খান। এর পর ঠিক ফিল্মের কোন গল্পের মতোই রাতারাতি তারকা হয়ে গিয়েছেন আরশাদ খান। তাকে নিজেদের মডেল করার জন্য উঠেপড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। ইতিমধ্যে একটি পোশাক সংস্থার হয়ে মডেলিং করেও ফেলেছেন তিনি। এর মধ্যেই পাকিস্তানের বেশ কিছু টিভি শো-এর সঙ্গে যুক্ত হয়েছেন আরশাদ।
দেখে নিন চা-ওয়ালা থেকে সোশ্যাল মিডিয়ায়র ‘হার্ট থ্রব’ হয়ে ওঠা আরশাদ খানের প্রথম মিউজিক ভিডিওটি-