Search
Close this search box.
Search
Close this search box.

মিয়ানমারকেও কড়া বার্তা মালয়েশিয়ার

myanmar

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনা অভিযানের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

chardike-ad

পরে শুক্রবার মিয়ানমার রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের বিষয়ে মালয়েশিয়াকে নাক না গলানোর আহ্বান জানায়।  এ আহ্বানের জবাবে মালয়েশিয়াও মিয়ানমারকে কড়া সকর্তবার্তা দিয়েছে।

মালয়েশিয়ার দাবি, রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনে মুসলিম রোহিঙ্গারা চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে।

এর আগে মিয়ানমার টাইমসের খবরে বলা হয়, রোববার রোহিঙ্গা ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করবেন নাজিব রাজাক। তবে কোথায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।

মালয়েশিয়ার এ অবস্থানের পরিপ্রেক্ষিতে শুক্রবার মিয়ানমারের প্রেসিডেন্ট দফতরের ডেপুটি জেনারেল ইউ জউ হায়ে বলেন, “প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি মালয়েশিয়ার শ্রদ্ধা দেখানো উচিত।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি সু চির

এদিকে, রাখাইনের পরিস্থিতি ইতিমধ্যেই তার সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে দাবি করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।
সিঙ্গাপুরে সরকারি সফরকালে চ্যানেল নিউজএশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সু চি গত শুক্রবার এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় পরাদর্শদাতা অং সান সু চি বলেছেন, তিনি রাখাইন রাজ্যে পরিস্থিতির উন্নত করতে চান।