Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে

অনলাইন প্রতিবেদক, সিউল, ৩১ জুলাই ২০১৩:

ক্ষমতাসীন পার্ক সরকার কোরিয়ায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ক্ষমতাসীন দলের মূখপাত্র কিম হি জং জানান আগামী বছর থেকেই অবৈতনিক শিক্ষার কার্যক্রম শুরু হবে। তবে প্রথমে গ্রাম এলাকা, দ্বীপ এবং সুবিধা বঞ্চিত এলাকায় এই সুবিধা দেওয়া হবে। আগামী বছর কোরিয়ার ২৫ শতাংশ শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে ২০১৭ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল ছাত্রছাত্রী বিনা বেতনে পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন তিনি।

chardike-ad

nzFInoSnSJjTJcqOHhkEগতকাল প্রেসিডেন্ট হাউজ, শিক্ষা মন্ত্রণালয় এবং ক্ষমতাসীন দলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী নাম সো, প্রেসিডেন্ট হাউজের পক্ষে প্রেসিডেন্ট পার্কের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সচিব মো চোল মিন এবং ক্ষমতাসীন দলের পক্ষে কিম গি হিয়ন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ক্ষমতাসীন দলের মূখপাত্র কিম আরো জানান শিক্ষা খরচ মেটাতে পিতামাতার কষ্ট লাগব করতেই সরকার এই উদ্যেগ গ্রহণ করেছে। এই ব্যয় মেটাতে প্রায় ৯ ট্রিলিয়ন উওন খরচ হতে পারে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য প্রেসিডেন্ট পার্ক নির্বাচনী প্রচারণায় উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনাবেতনে শিক্ষা নিশ্চিত করার ওয়াদা করেছিলেন।